চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মহান মে দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১লা মে মহান মে দিবস উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা প্রশাসন প্রস্তুতি সভা করেছে। উক্ত প্রস্তুতি সভায় সকল প্রকার শ্রমিকদের ছুটির ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, মহান মে দিবস উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় মে দিবসের বিভিন্ন কর্মসূচী ও তা বাস্তবায়নের দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম, জেলা ট্রাক-ট্যাংক-লরি সমিতির সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীন, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ, প্রফেসর সিদ্দিকুর রহমান, প্রফেসর এসএম ই¯্রাফিল, সিভিল সার্জন ডা. মো. খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আহসান হাবীব, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, আলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, হোটেল মালিক শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়- আগামী ১লা মে মহান মে দিবস ও জাতীয় শ্রমিক দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করবে। ওইদিন সকাল সাড়ে ৮টায় র্যালিটি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হবে। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিন জেলার
[caption id=`attachment_43728` align=`aligncenter` width=`256`]

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82[/caption]
মেহেরপুর অফিস জানিয়েছে, মহান মে দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডি-এলজি) খায়রুল হাসান-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার মহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী, দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, করাতকল শ্রমিক ইউনিয়নের সভাপতি কছিমদ্দীন প্রমুখ।