জীবননগরের চিহ্নিত মাদকব্যবসায়ী বল্টু আটক
- আপলোড তারিখঃ ২৪-০৪-২০১৮ ইং
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক মামলার এজাহারভুক্ত আসামি বল্টু আটক হয়েছে। আটককৃত শামিম রেজা ওরফে বল্টু (৩২) জীবননগর পৌরসভার ৬নং ওয়ার্ডের হাসপাতাল পাড়ার মৃত হাতেম আলীর ছেলে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে রোববার রাতে এসআই কাজী সামসুল আলম, এসআই শতদল মজুমদার, এএসআই সুলতান মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জীবননগর শহরে মকসেদ সুপার মার্কেট থেকে এজাহাভুক্ত মাদক মামলার পলাতক আসামি শামিম রেজা ওরফে বল্টুকে আটক করেন। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি )মাহমুদুর রহমান জানান, আটক বল্টু জীবননগরের চিহ্নিত মাদকব্যবসায়ীদের মধ্যে অন্যতম। গত (১৩ এপ্রিল) গত বৃহস্পতিবার রাতে জীবননগর হাসপাতালপাড়ায় মাদক সম্রাজ্ঞী রিনাসহ ৪ জনকে ৭শ পিস ইয়াবা সহ আটক করা হয়। বল্টুও তখন ওখানেই ছিলো কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর বল্টু কৌশলে পালিয়ে যায়। তারপর বল্টুকে পলাতক দেখিয়ে রিনাসহ ৫জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। মামলার থেকে পলাতক বল্টুকে আটক করতে বিভিন্ন স্থানে সোর্স লাগিয়ে তাকে রবিবার রাতে পৌর শহরের মকসেদ সুপার মার্কেটের নিকট থেকে পলাতক মাদক সম্রাট বল্টুকে আটক হয় ।
কমেন্ট বক্স