শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা যুগিরহুদার হেলাল হত্যা মামলার ২ আসামী আটক

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০১৮ ইং
আলমডাঙ্গা যুগিরহুদার হেলাল হত্যা মামলার ২ আসামী আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার যুগিরহুদা গ্রামের হেলাল হত্যা মামলার দু’আসামীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা গেছে,আলমডাঙ্গা যুগিরহুদা গ্রামের মৃত একদিল বিশ^াসের ছেলে হেলাল হত্যার মামলার এজাহারভুক্ত দু’আসামী যুগিড়হুদা গ্রামের ফকির বিশ^াসের ছেলে তুহিন ও রুবেলকে মুন্সিগঞ্জ এলাকা থেকে গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই জিয়া আটক করে। আটককৃত তুহিন ও রুবেলকে সংশ্লিষ্ট মামলায় আজ আদালতে সোপর্দ করা হতে পারে। উল্লেখ্য, গত ৭ এপ্রিল আলমডাঙ্গা উপজেলার যুগিরহুদা গ্রামের মাঠে একই গ্রামের মৃত একদিল বিশ^াসের ছেলে হেলালকে কুপিয়ে হত্যা করা হয়। পরে এই ঘটনায় মামলা হত্যা মামলা হলে প্রধান আসামী আদালতে আত্মসমর্পণ করে।


কমেন্ট বক্স