বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ২ বিঘা জমির লাউসহ গাছ তছরুপ

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০১৮ ইং
মেহেরপুরে ২ বিঘা জমির লাউসহ গাছ তছরুপ
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের পাশর্^বর্তী দরগার মাঠে ২ বিঘা জমির লাউ এবং লাউ গাছ কেটে তসরুপাত (বিনষ্ট) করে প্রায় ১লাখ টাকার ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। লাউ চাষী গোভীপুর গ্রামের আঃ কাদেরের ছেলে জিয়া এবং স্থানীয চাষীরা জানান, রোববার দিবাগত গভীর রাতের কোন এক সময় দুর্বৃত্তরা শুক্রতামূলক এমন একটি কাজ করেছে যা ক্ষমার অযোগ্য। গতকাল সোমবার ভোরে চাষীরা ওই মাঠে কাজ করতে গিয়ে দেখে কে বা কারা বীজের জন্য চাষ করা লাউয়ের জমিতে লাউ গাছ ও লাউ কেটে তসরুপাত করে রেখে গেছে । তবে কে বা কারা করেছে কাউকে সন্দেহ হয় কিনা এ বিষয়ে লাউ চাষী জিয়া জানান, কাকে আর সন্দেহ করবো, আমি তো আর চোখে দেখেনি। আর দুই সপ্তাহ হলেই ওই লাউ তুলে বীজ সংগ্রহ করার পরিকল্পনা ছিল লাউ চাষী জিয়ার। এ খবর পেয়ে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ্জামান ক্ষতিগ্রস্থ ওই লাউয়ের জমি দেখতে যান এবং যারা এই কাজটি করেছে তাদের ধরতে পারলে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ