বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মানুষের মর্যাদা ও ইসলাম

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০১৮ ইং
মানুষের মর্যাদা ও ইসলাম
ধর্ম ডেস্ক: মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। পৃথিবীতে প্রায় ১৮ হাজার সৃষ্টজীবের মধ্যে মানুষই সর্বাধিক সম্মান ও মর্যাদার অধিকারী। এমনকি নিষ্পাপ ফেরেশতাদের তুলনায়ও মানুষের মর্যাদা বেশি। মানুষ আল্লাহতায়ালার অন্যতম সৃষ্টি, আল্লাহর প্রতিনিধি, সৃজনশীল, বুদ্ধিসম্পন্ন, দায়িত্বশীল এবং মহাগ্রন্থ আল কোরানের ধারক-বাহক ও অনুসারী। জগতের যাবতীয় সৃষ্টিজীব মূলত মানুষের সেবায় নিয়োজিত। এসব দৃষ্টিকোণ থেকে মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত করেছে ইসলাম। আল্লাহ মানুষের আকার-অবয়ব অসাধারণ সুন্দর করে সৃষ্টি করেছেন। কোরানে বলা হয়েছে, ‘নিশ্চয় আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি।’ মানুষকে আল্লাহ নিজের প্রতিনিধি বা খলিফা হিসেবে অভিহিত করেছেন। কোরানে আছে, ‘তিনি তোমাদের পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি নিযুক্ত করেন।’ মানুষকে কেন্দ্র করেই বিশ্বলোক সৃষ্টি। এর দ্বারা মানবজাতিকে সম্মানিত করা হয়েছে। আল্লাহ বলেন, ‘আমি অবশ্যই সম্মানিত করেছি আদম বংশকে।’ সৃষ্টিকুলের মধ্যে একমাত্র মানুষই বুদ্ধি-বিবেকসম্পন্ন প্রাণী। এছাড়া বাকশক্তি দিয়ে মানুষকে সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। চারিত্রিক গুণাবলির দিক থেকে মানুষ ফেরেশতার চেয়েও মর্যাদাসম্পন্ন। তবে মানুষ অসৎ চরিত্রের হলে তা পশুর চেয়েও নিকৃষ্ট হতে পারে। এজন্য চারিত্রিক গুণাবলি হলো মানুষের মর্যাদার অনন্য প্রতীক। সৃজনশীলতা মানুষের মর্যাদার গুরুত্বপূর্ণ একটি উপাদান। আল্লাহ মানুষকে এমন ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যে, তার আত্মরক্ষা, আত্মোন্নতি বিধানের জন্য সে সব সময় আবিষ্কার ও সৃজনশীল কাজে ব্যস্ত। প্রাণীর মধ্যে মানুষ একমাত্র দায়িত্বশীল। কারণ তারাই একমাত্র সমাজে বসবাস করে। সামাজিক সহমর্মিতা ও সম্প্রীতি শুধু মানুষের মধ্যেই দেখা যায়। সবচেয়ে বড় বিষয় হলো, পার্থিব কৃতকর্মের জন্য মানুষের জন্য নির্ধারিত আছে জান্নাত ও জাহান্নাম। ভালো কাজ করলে জান্নাতে আর মন্দ কাজ করলে জাহান্নামে। মর্যাদার দিক থেকে মানুষ যেমন শীর্ষে তেমনি দায়িত্ব-কর্তব্যের বিচারেও মানুষের অবস্থান শীর্ষে। সেরা জীব হিসেবে মানুষের প্রতিটি পদক্ষেপ হিসাব কষে কষে ফেলতে হয়। ইচ্ছে করলেই মানুষ যা খুশি তা করতে পারে না। মানুষের আছে সামাজিক, রাষ্ট্রীয় ও ধর্মীয় বাধানিষেধ। ইচ্ছা ও কর্মে স্বাধীন হলেও মানুষের দায়বদ্ধতা প্রচুর। নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখে সুন্দর পৃথিবী গড়ার কারিগর মানুষ। মানুষের হাতে বিকর্শিত সভ্যতা মানুষের অবদানেই সুন্দর ও আবাসযোগ্য থাকবে।


কমেন্ট বক্স
notebook

বিপজ্জনক আগামী ২৪ ঘণ্টা