পৌর মেয়র হাসান কাদির গনুকে সম্মামনা প্রদান
- আপলোড তারিখঃ ০৯-০৪-২০১৮ ইং
সমাজসেবায় বিশেষ অবদান রাখায় আলমডাঙ্গা
আলমডাঙ্গা অফিস: বাংলাদেশ শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ডেভেলপমেন্ট রিসার্চ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে খুলনা উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বাংলা নববর্ষ ১৪২৫ বরণ উপলক্ষ্যে আলোচনা সভা, কবিতা পাঠ, সম্মামনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শুক্রবার সকাল ১০টার দিকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক এমপি অধ্যাপক হুমায়ন কবির হিরু। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আলী আজগর। প্রধান সমন্বয়কারী ছিলেন কবি নুসরাত আরা টুম্পা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাশিসাসাপ সভাপতি গোলাম রব্বানি খান। সভায় অন্যান্যদের মধ্যে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুকে আনুষ্ঠানিকভাবে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বিশ্ব বাংলা ও বাঙ্গালী পরিষদ কর্তৃক স¤্রাট আকবর গোল্ড মেডেল ২০১৮ প্রদান করা হয়েছে। সে উপলক্ষ্যে গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা পৌর কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে পৌর মেয়র হাসান কাদির গনুকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র সদর উদ্দিন ভোলা, পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, পৌর সচিব রাকীবুল ইসলাম, হিসাব রক্ষক আবুল কালাম আজাদ, ক্যাশিয়ার মিজানুর রহমান, পৌর কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ আলী, সিএ হাফিজুর রহমান জীবন। সভায় পৌর কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স