ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় অভিযানের সময় মাদক বিক্রেতাদের সাথে বিশৃঙ্খলা

দুই হাতকড়া নিয়ে পালালো তিন আসামি

সমীকরণ প্রতিবেদন:
  • আপলোড টাইম : ১১:১৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • / ১১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় অভিযানের সময় মাদক বিক্রেতাদের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দুটি হাতকড়া নিয়ে তিনজন পালিয়ে গেছে। এর মধ্যে একজন মাদকসেবীকে আটকের সময় দুটি হাতকড়া উদ্ধার হলেও দুই মাদক বিক্রেতাকে আটক করতে ব্যর্থ হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা রেলস্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। আটক মাদকসেবী কলেজছাত্র হওয়ায় বিশেষ বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদক বিক্রেতাদের অভিযোগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য চঞ্চল প্রতি মাসে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা মাসোহারা দেয়ার পরও কেন তাদেরকে হয়রানি করা হচ্ছে।

জানা গেছে, গতকাল সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করে। খবর পেয়ে অন্যান্য মাদক বিক্রেতা ও তাদের পরিবারের সদস্যরা সেখানে যায় এবং বিশৃঙ্খলার সৃষ্টি করে। এসময় হাতকড়া পরিহিত তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক টিমের কাছ থেকে ছিনিয়ে নেয় মাদক বিক্রেতারা। শুরু হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সাথে মাদক বিক্রেতাদের হাতাহাতি। খবর পেয়ে সেখানে যায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর দেয়া হয় চুয়াডাঙ্গায় দায়িত্বরত সেনাবাহিনীর টিমকে। সেনাবাহিনীর টিম সেখানে পৌছালে মাদক বিক্রেতারা সেখান থেকে পালিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে হাতকড়া ও পালিয়ে যাওয়া তিনজনের উদ্ধারে সেনাবাহিনীর টিম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুটি হাতকড়া উদ্ধার কওে, একই সাথে এক মাদকসেবীকে আটক করে। বাকি দুজনকে আটক করতে ব্যর্থ হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

এ বিষয়ে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করাসহ দুটি হাতকড়া উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি কলেজছাত্র হওয়ায় বিশেষ বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বাকি দুজনকে আটক করতে আমাদের অভিযান অব্যহত আছে। যারা বিশৃঙ্খলা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী চঞ্চলের বিরুদ্ধে মাদক বিক্রেতাদের কাছ থেকে মাসোহারা নেয়ার বিষয়ে তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা চঞ্চলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় অভিযানের সময় মাদক বিক্রেতাদের সাথে বিশৃঙ্খলা

দুই হাতকড়া নিয়ে পালালো তিন আসামি

আপলোড টাইম : ১১:১৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় অভিযানের সময় মাদক বিক্রেতাদের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দুটি হাতকড়া নিয়ে তিনজন পালিয়ে গেছে। এর মধ্যে একজন মাদকসেবীকে আটকের সময় দুটি হাতকড়া উদ্ধার হলেও দুই মাদক বিক্রেতাকে আটক করতে ব্যর্থ হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা রেলস্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। আটক মাদকসেবী কলেজছাত্র হওয়ায় বিশেষ বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদক বিক্রেতাদের অভিযোগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য চঞ্চল প্রতি মাসে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা মাসোহারা দেয়ার পরও কেন তাদেরকে হয়রানি করা হচ্ছে।

জানা গেছে, গতকাল সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করে। খবর পেয়ে অন্যান্য মাদক বিক্রেতা ও তাদের পরিবারের সদস্যরা সেখানে যায় এবং বিশৃঙ্খলার সৃষ্টি করে। এসময় হাতকড়া পরিহিত তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক টিমের কাছ থেকে ছিনিয়ে নেয় মাদক বিক্রেতারা। শুরু হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সাথে মাদক বিক্রেতাদের হাতাহাতি। খবর পেয়ে সেখানে যায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর দেয়া হয় চুয়াডাঙ্গায় দায়িত্বরত সেনাবাহিনীর টিমকে। সেনাবাহিনীর টিম সেখানে পৌছালে মাদক বিক্রেতারা সেখান থেকে পালিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে হাতকড়া ও পালিয়ে যাওয়া তিনজনের উদ্ধারে সেনাবাহিনীর টিম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুটি হাতকড়া উদ্ধার কওে, একই সাথে এক মাদকসেবীকে আটক করে। বাকি দুজনকে আটক করতে ব্যর্থ হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

এ বিষয়ে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করাসহ দুটি হাতকড়া উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি কলেজছাত্র হওয়ায় বিশেষ বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বাকি দুজনকে আটক করতে আমাদের অভিযান অব্যহত আছে। যারা বিশৃঙ্খলা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী চঞ্চলের বিরুদ্ধে মাদক বিক্রেতাদের কাছ থেকে মাসোহারা নেয়ার বিষয়ে তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা চঞ্চলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।’