
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।
আলোচিত তোশাখানা মামলায় রাজধানী ইসলামাবাদের একটি স্থানীয় আদালত ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তবে অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবালের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে পিটিআই প্রধানের করা আপিল গ্রহণ করেছেন আইএইচসি’র প্রধান বিচারপতি আমের ফারুক। ইমরান খানকে আগামী ১৩ মার্চ নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
হাইকোর্টের এই সিদ্ধান্তের পর ইমরানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। সেখানেই ইমরানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।
এর আগে গেলো ২৮ ফেব্রুয়ারি শুনানিতে উপস্থিত না হওয়ায় ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সেই নির্দেশনার ভিত্তিতে ৫ মার্চ লাহোরের জামান পার্কের বাসায় অভিযান চালায় পুলিশ।
২০২১ সালের অক্টোবরে পাকিস্তানের নির্বাচন কমিশন জানায়, তোষাখানা বা সরকার প্রধানদের উপহার যেখানে রাখা হয় সেখান থেকে বিনা অনুমতিতে উপহার সরিয়েছেন ইমরান খান। দামী উপহার সামগ্রী বিক্রিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্র: জিও নিউজ।