আলমডাঙ্গা ও জীবননগরে নাশকতা মামলায় তিনজন গ্রেপ্তার

আলমডাঙ্গা:

আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রাম থেকে নাশকতা মামলায় লাল্টু রহমান (৪০) ও আব্দ্লু মান্নান (৪২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে খেজুরতলা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত দুজনই ২০২২ সালের একটি নাশকতা মামলার আসামি। তারা আসন্ন নাগদাহ ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দারুস সালামের কর্মী। গ্রেপ্তারের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

জীবননগর:

জীবননগর থানা-পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরিফ উদ্দিন জামায়াতে ইসলামীর কর্মী বলে জানা গেছে।

থানা সূত্রে যানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত নাতে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে নাশকতা মামলায় মতেহার মন্ডলের ছেলে মো. শরিফ উদ্দিনকে (৪০) আটক করা হয়। তার সঙ্গে বিস্ফোরক ও নাশকতা মামলার আসামিদের সম্পৃক্ততা ছিল। এ কারণে শরিফ উদ্দিনকে জীবননগর থানায় নাশকতা মামলায় অভিযুক্ত করে মামলা রুজু করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘দীর্ঘদিন যাবৎ এলাকায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করে মানুষের মাঝে বিভিন্ন উসকানি ও আতঙ্ক সৃষ্টি করার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জীবননগর থানা-পুলিশের নাশকতা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।’