আলমডাঙ্গা কাছারী বাজারের ত্রিশার্ধ রুগ্ন কদম গাছ
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা শহরের কাছারী বাজারে দোকান ঘরের ভিতর দিয়ে জন্ম নেয়া ত্রিশার্র্ধ রুগ্ন কদম গাছের কারনে আতঙ্কে দিন কাটাচ্ছে ওই এলাকার ব্যবসায়ীবৃন্দ। জানা গেছে, দীর্ঘ ৩০ বছর পূর্বে আলমডাঙ্গার কাছারী বাজারে সরকারী খাস জমিতে গড়ে উঠেছে কিছু দোকান। বাজারের ডা. হাফিজের ফার্মেসীর দোকান ঘরের ভেতর দিয়ে একটি কদম গাছ বছরের পর বছর বেড়ে ৩০ বছর অতিক্রান্ত করেছে। বর্তমানে গাছটি রুগ্ন দেহে কালের স্বাক্ষ দিচ্ছে। কিন্তু কদম গাছটি যে কোন সময় ভেঙ্গে পড়ে ওই এলাকার জানমালের ক্ষতি করতে পারে এমন আশঙ্কায় শঙ্কিত রয়েছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, গাছটি কাটার ব্যাপারে বিভিন্ন সময় ভুমি অফিসসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন ফল হয়নি। ব্যবসা প্রতিষ্ঠানসহ বাজারে আসা অসংখ্য মানুষের জীবন অনাকাঙ্খিত দূর্ঘটনায় থেকে বাঁচাতে অবিলম্বে রুগ্ন কদম গাছটি কেটে নেয়ার জোর দাবী জানিয়েছে ব্যবসায়ীরা।
