দেয়ার চেষ্টা ও নির্যাতনের অভিযোগে দু’মামা আটক

আপলোড তারিখঃ 2018-01-03 ইং
দেয়ার চেষ্টা ও নির্যাতনের অভিযোগে দু’মামা আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার জুগিরহুদায় ভাগ্নিকে জোরপূর্বক বিয়ে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার জুগিরহুদা গ্রাম জোরপূর্বক বিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। বোনের মেয়ে স্মৃতিকে স্কুল যাওয়া বন্ধ করে কদিন ধরে ঘরে আটকিয়ে রেখে জোরপূর্বক বিয়ে দেয়ার চেষ্টা করে তারা। জেএসসি পরীক্ষার ফলাফল নেবার জন্য স্কুলে যেতে চাইলে তাকে বেধড়ক মারপিট করে তারা। জানা গেছে, আলমডাঙ্গার জুগিরহুদা গ্রামের ফকির বিশ^াসের কন্যা চম্পা খাতুন স্বামীর নির্যাতন সইতে না পেরে ২ কন্যাকে সাথে নিয়ে পিতার বাড়িতে আশ্রয় নেয়। মেজো মেয়ে সুরভি আক্তার স্মৃতি ও ছোট মেয়ে সূবর্নাকে নিয়ে পিতার বাড়িতে একটি টিনের চালা বানিয়ে সেখানে বসবাস করতো। এ অবস্থায় তার স্বামী চম্পা খাতুনকে তালাক দিয়ে দেয়। এ নিয়ে আদালতে মামলা চলছে। এদিকে চম্পা পরের বাড়িতে কাজ করে মেয়েদের লেখাপড়া করানোর চেষ্টা করে। কিন্তু মেয়েকে তার ভাই শাহিন (৩৯) ও রুবেল (২৪ ) কে আটক করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)