মুজিবনগরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের প্রসারে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-01-15 ইং
মুজিবনগরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের প্রসারে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

​মেহেরপুরের মুজিবনগরে মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আবাদকৃত গ্রীষ্মকালীন পেঁয়াজের ওপর এক ‘কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা’ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার আনন্দবাস গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।


​উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সঞ্জীব মৃধা । বিশেষ অতিথি হিসেবে কারিগরি দিক ও মাঠ পর্যায়ের সাফল্য তুলে ধরেন অতিরিক্ত উপ-পরিচালক জেসমিন ফেরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন।


​মাঠ দিবসের এই অনুষ্ঠানে স্থানীয় প্রায় ১৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। এসময় কর্মকর্তারা কৃষকদের উদ্দেশ্যে বলেন, অফ-সিজনে পেঁয়াজের চাহিদা মেটাতে এবং বাজারে ঘাটতি পূরণে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। সরকার এই প্রকল্পের আওতায় কৃষকদের বীজ, সার ও কারিগরি সহযোগিতা প্রদান করছে যাতে দেশে পেঁয়াজ আমদানির নির্ভরতা কমে আসে। ​অনুষ্ঠানে প্রদর্শনী প্লটের ফলন দেখে উপস্থিত কৃষকেরা সন্তোষ প্রকাশ করেন। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে মাঠ পর্যায়ে সরাসরি নিয়োজিত ছিলেন: ​উপসহকারী কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান,​উপসহকারী কৃষি কর্মকর্তা ইখলাস উদ্দিন ,​উপসহকারী কৃষি কর্মকর্তা রোকসানা আক্তার।  ​আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কৃষকদের সাথে নিয়ে আবাদকৃত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করেন। এসময় উন্নত জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ সংরক্ষণ ও বাজারজাতকরণ নিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। সরকারের এমন উদ্যোগে এলাকায় পেঁয়াজ চাষের পরিধি আগামীতে আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)