আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী

আপলোড তারিখঃ 2026-01-15 ইং
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণী সম্পদে হবে উন্নতি’ স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে মানুষের পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এ খাত গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও উল্লেখযোগ্য অবদান রাখছে। সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের ফলে প্রাণিসম্পদ খাতে ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন। বক্তারা আরও বলেন, দেশীয় জাতের সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং খামারিরা আরও লাভবান হবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)