ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। একই সঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জুলফিকার আলী ভুট্টো বলেন, এর আগেও আমি দুইবার আবেদন করেছিলাম, কিন্তু তখন আবেদন গ্রহণ করা হলেও বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়নি। এবার গতকাল আবেদন জমা দেওয়ার পর রাতেই পরিষ্কার আদেশে আমার বহিষ্কার প্রত্যাহার করা হয়েছে। এতে আমি খুবই খুশি।
তিনি আরও বলেন, আমি আবারও দলের হয়ে কাজ করতে চাই। এই মুহূর্তে দল যাকে মনোনয়ন দিয়েছেন, মেহেরপুর-২ গাংনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনকে বিজয়ী করতে মাঠে সর্বাত্মকভাবে কাজ করব এবং দলের বিজয় নিশ্চিত করব। দলীয় সূত্র জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
