গাংনীতে গণভোট উপলক্ষে মতবিনিময়

আপলোড তারিখঃ 2026-01-14 ইং
গাংনীতে গণভোট উপলক্ষে মতবিনিময় ছবির ক্যাপশন:

গণভোট-২০২৬ উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন। গাংনী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা নির্বাচন অফিসার এনামুল হক।


সভায় প্রধান অতিথি গণভোট-২০২৬ বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে গণভোটের গুরুত্ব, ভোটারদের দায়িত্ব, নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরা হয়। তিনি বলেন, গণভোট একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই সবাইকে সচেতনভাবে ভোট প্রদানে অংশ নিতে হবে।


এসময় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। তারা ভোটার তালিকার সঠিকতা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, স্বচ্ছ ভোটগ্রহণ এবং ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে নানা দিকনির্দেশনা দেন।
মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মসজিদের ইমাম, গির্জা ও মন্দিরের ধর্মীয় প্রতিনিধিরা, গ্রামপুলিশসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গণভোট ও নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের মতবিনিময় সভা আরও আয়োজন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)