জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

মাদক উদ্ধার, তিন বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2026-01-14 ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বাংলাদেশ বর্ডার গার্ডের (৫৮ বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার এবং অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ শ্যামকুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১১১-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে মাইলবাড়ীয়া গ্রামের মো. রাসেল মিয়ার বাঁশবাগান থেকে হাবিলদার মো. রেজাউল করিমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


এছাড়া একই দিন সকাল ৬টা ১০ মিনিটে রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৪-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের মো. সমিরের মেহগনি বাগান থেকে হাবিলদার মো. কামরুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ উদ্ধার করা হয়।


এদিকে, গত সোমবার বেলা সাড়ে ৩টার দিকে শ্যামকুর বিওপির মাইলবাড়ীয়া মোড় চেকপোস্ট এলাকায় নিয়মিত টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে দুই নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন হাবিলদার মো. রেজাউল করিম।


অপরদিকে, একই দিন রাত ১০টা ৫০ মিনিটে শ্রীনাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১/১-এস সংলগ্ন শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামের কালী মন্দিরের সড়কে নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারত গমনের সময় প্রদীপ কুমার (৬৩) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার নিছুপাড়া, বৈশাখী গ্রামের প্রফুল্ল কুমারের ছেলে। অভিযানের নেতৃত্ব দেন হাবিলদার মো. মিজানুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)