৯০ পিস টাপেন্টাডল বড়িসহ তিনজন গ্রেপ্তার

আলমডাঙ্গার পৃথক স্থানে পুলিশের মাদক বিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2026-01-14 ইং
৯০ পিস টাপেন্টাডল বড়িসহ তিনজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৃথক দুটি ঘটনায় টাপেন্টাডল ট্যাবলেটসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৯০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত সোমবার রাতে আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আফজাল হোসেন (২৮) নামের একজনকে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার চক হারদী গ্রামের লুৎফর রহমানের ছেলে। আলমডাঙ্গা থানার এসআই মো. আলমগীর কবীর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।


এছাড়া একই দিন বিকেলে আলমডাঙ্গা থানার এসআই মো. মনিরুল হক হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ স্টেশনপাড়ার বাবু মোল্লা মার্কেটের পেছনে মো. ফারুকের পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- স্টেশনপাড়ার মৃত মহর আলী বিশ্বাসের ছেলে মো. সাজ্জাদুল আলম ছপু (৪২) ও ক্যানেলপাড়া এলাকার অশোক ঘোষের ছেলে অন্তর ঘোষ (৩২)। তাদের কাছ থেকে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়।


পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সাজ্জাদুল আলম ছপুর বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট ১১টি এবং অন্তর ঘোষের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)