আলমডাঙ্গার তিয়রবিলায় গাঁজাসহ একজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-01-13 ইং
আলমডাঙ্গার তিয়রবিলায় গাঁজাসহ একজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার তিয়রবিলা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ গ্রাম গাঁজাসহ মনিরুল ইসলাম প্যানা (৪৮) নামের এক গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত সোয়া ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম প্যানা উপজেলার খাসককরা ইউনিয়নের তিয়রবিলা গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে।


পুলিশ জানিয়েছে, তিয়রবিলা ক্যাম্প ইনচার্জ এসআই মানিক কুমার শিকদার সংগীয় অফিসার ফোর্সসহ ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে মনিরুল ইসলাম প্যানাকে তার বসতবাড়ি সংলগ্ন পাঁকা রাস্তার ওপর থেকে ৬০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেপ্তার করে। উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)