আলমডাঙ্গা সরকারি কলেজে ‘মুকিম-হাজেরা বৃত্তি’

৯ শিক্ষার্থী পেল ৮০ হাজার টাকা

আপলোড তারিখঃ 2026-01-13 ইং
আলমডাঙ্গা সরকারি কলেজে ‘মুকিম-হাজেরা বৃত্তি’ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা সরকারি কলেজে অনানুষ্ঠানিক আয়োজনে ‘মুকিম-হাজেরা বৃত্তি’ প্রদান করা হয়েছে। এসময় ৯ জন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীর মাঝে মোট ৮০ হাজার টাকা বৃত্তি হিসেবে বিতরণ করা হয়। গতকাল সোমবার দুপুর একটার দিকে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খো. হাবিবুল করিম চনচল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গার সিনিয়র সাংবাদিক খন্দকার হামিদুল ইসলাম আজম, সহকারী অধ্যাপক মহিতুর রহমান, সহকারী অধ্যাপক সাইদুর রহমান, সিনিয়র প্রভাষক ড. মহবুব আলম, প্রদর্শক রাজ, শিক্ষিকা আফরোজা খুশীসহ আরও কয়েকজন শিক্ষক ও অভিভাবক। অনুষ্ঠানে জানানো হয়, ‘মুকিম-হাজেরা বৃত্তি’ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে (জানুয়ারি-মার্চ ২০২৬) ৯ জন শিক্ষার্থীকে মাসিক স্টাইপেন্ড, ভর্তি ফি, পরীক্ষার ফি, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, টিফিন, পরিবহণ খরচ ও কোরআন শরীফসহ বিভিন্ন খাতে সহায়তা দেওয়া হয়েছে। এ বাবদ মোট প্রায় ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।


এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় একটি বই বিতান লাইব্রেরি চালু রাখা হয়েছে। সেখান থেকে তারা প্রয়োজন অনুযায়ী বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ যে কোনো সময় সংগ্রহ করতে পারবে। উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাস থেকে এ বৃত্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রতি তিন মাস পরপর নিয়মিতভাবে এই বৃত্তির অর্থ প্রদান করা হবে।
এই বৃত্তির মূল উদ্যোক্তা ও অর্থদাতা মুকিম-হাজেরার পুত্র অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. মীর মোনায়েম চৌধুরী। কর্মসূচির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিস হক। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যেক এলাকায় যদি ২-৪ জন মানুষ এ ধরনের সহায়তামূলক বৃত্তির উদ্যোগ নেন, তাহলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। এ ধরনের মানবিক উদ্যোগে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)