ছবির ক্যাপশন:
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) উদ্যোগে জীবননগরের রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুশইন ও সীমান্ত অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, রাজাপুর বিওপি কমান্ডারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রায় ৩০০ জন স্থানীয় বাসিন্দা।
সভায় অধিনায়ক রফিকুল আলম বলেন, বর্তমানে পার্শ্ববর্তী দেশ ভারতে এসআইআর (Special Intensive Revision) কার্যক্রম চলমান রয়েছে। এর ফলে সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক বাংলাদেশে অবৈধভাবে লোক পুশ-ইনের আশঙ্কা রয়েছে। তিনি আনসার-ভিডিপি ও স্থানীয় জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিএসএফের গেট পর্যবেক্ষণ করা, সীমান্তের ওপারে থাকা আত্মীয়-স্বজনদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে বিজিবিকে জানানো এবং যেকোনো সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত বিজিবিকে অবহিত করা জরুরি।
এছাড়াও তিনি সবাইকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ না করা, সন্ধ্যার পর শূন্য লাইনে যাতায়াত বা অবস্থান না করা, মাদক, স্বর্ণ, গরু, শিশু ও মানব পাচারসহ সকল ধরনের চোরাকারবার সামাজিকভাবে প্রতিহত করা এবং এসব বিষয়ে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি সীমান্ত দুর্ঘটনা রোধে শূন্য লাইনের কাছাকাছি গবাদি পশু না চড়ানো, ভারতের ভেতরে গিয়ে ঘাস না কাটা, ভারতীয় জমি লিজ না নেওয়া বা চাষ না করা এবং অহেতুক সীমান্ত এলাকায় গমন না করার ওপর গুরুত্ব দেন। সভায় উপস্থিত স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানান এবং সীমান্ত অপরাধ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবির সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
