চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে শরীফুজ্জামান

খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক

আপলোড তারিখঃ 2026-01-13 ইং
চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আয়োজনে ও আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা শহরের সাহিদ গার্ডেন ও  সন্ধ্যা ছয়টায় বকসিপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথক দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায়-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক অবিসংবাদিত প্রতীক। তাঁর সমগ্র জীবন কেটেছে দেশের মানুষের অধিকার আদায় ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে। আজ আমরা তাঁর রুহের মাগফিরাত কামনায় এখানে সমবেত হয়েছি, যা আমাদের রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি নৈতিক কর্তব্যও।


তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দেশনেত্রী খালেদা জিয়া কখনো আপস করেননি। বহু নির্যাতন, মামলা ও কারাবরণের শিকার হয়েও তিনি মাথানত করেননি। তাঁর এই ত্যাগ ও নেতৃত্ব আজও আমাদের প্রেরণা জোগায়। বিএনপি কখনো ক্ষমতার রাজনীতি করেনি, বরং জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচারের রাজনীতি করে এসেছে।


শরীফুজ্জামান আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আজ জনগণের প্রধান দাবি। এই দাবি আদায়ে বিএনপি রাজপথে আছে, ভবিষ্যতেও থাকবে। জনগণকে সঙ্গে নিয়েই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করব, ইনশাআল্লাহ। তিনি বলেন, আজকের এই দোয়া মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের শপথ নেওয়ার দিন- দেশ, দল ও মানুষের জন্য কাজ করার শপথ। শহীদ জিয়া যে আদর্শ রেখে গেছেন এবং দেশনেত্রী খালেদা জিয়া যেভাবে সেই আদর্শকে এগিয়ে নিয়েছেন, সেই পথ ধরেই আমাদের এগোতে হবে।


শেষে তিনি বলেন, আল্লাহ তায়ালা যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এ দেশকে আবারও গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন।


ডাউকি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দার আলী, সাধারণ সম্পাদক সালাম সিরাজী, ইউনুস আলী, চিনির উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি হায়দার আলী।


এদিকে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খাঁন, সহসভাপতি তৌফিকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ উদ্দীন হাবলু, দপ্তর সম্পাদক মামুন-উর-রশিদ টনিক, সহ-সাধারণ সম্পাদক হুসাইস, হুসাইন মোহাম্মদ আমির, জাহিদুল ইসলাম, পিনু মুন্সি, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আবু সাঈদ, মফিজুল ইসলাম আলমগীর, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম কাজল, হাফিজুর রহমান হ্যাপি, সোহেল রানা নাজমুল, আমির হোসেন মেম্বার, হাসান মালিক, আব্দুল্লা আল-মেহবুব, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, সদস্যসচিব, আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক লালন সর্দ্দার, অপু মালিক, উপজেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রুবেল, বিল্লাল হোসেন মেম্বার, জহুরুল ইসলাম, আব্দুর রশিদ, আবু আসলাম সোহাগ, রমজান আলী, মানুয়ার হোসেন, আরিফ হোসেন, মো. মিনারুল, আনারুল ইসলাম, রোকনুজ্জামান, টুটুল আহমেদ, সেলু বিশ্বাস, মো. আনোয়ার হোসেন।


অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন সদর উপজেলা যুবদলের সদস্যসচিব ইমরান মহলদার রিণ্টু। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. নাজমুল হাসান বিপ্লবী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)