জীবননগরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বাবু খান

সাংবাদিকদের ভূমিকা আরও সাহসী ও দৃঢ় হওয়া প্রয়োজন

আপলোড তারিখঃ 2026-01-12 ইং
জীবননগরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বাবু খান ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। গতকাল রোববার সকাল ১০টায় বাবু খানের আন্দুলবাড়ীয়া গ্রামের নিজ বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।


    সভায় বাবু খান বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই। ফ্যাসিবাদ ও পলাতক স্বৈরশাসক বিগত আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে দেশকে একটি ভিন্নমতের শূন্যতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ অবস্থায় সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা আরও সাহসী ও দৃঢ় হওয়া প্রয়োজন।


তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাধীন সাংবাদিকতা, বাক্‌স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করা হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দলীয়ভাবে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়ন, জীবননগর উপজেলার জনগণের প্রত্যাশা, রাজনৈতিক সহাবস্থান এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রাম নিয়েও আলোচনা হয়। 


মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন ও জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপিত আবুল কালাম আজাদ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি (একাংশ) এম আর বাবু, জীবননগর প্রেসক্লাবের সভাপতি (একাংশ) ফয়সাল মাহতাব মানিক, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন (একাংশ), জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (একাংশ) নূর আলম, সময়ের সমীকরণের সহকারী বার্তা সম্পাদক ও বার্তা-২৪-এর প্রতিনিধি ফেরদৌস ওয়াহিদ, সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ, কামাল উদ্দীন জোয়াদ, কাজী শামসুর রহমান চঞ্চল, আবু সাঈদ বাবুল, নারায়ণ ভৌমিক, সালাউদ্দীন কাজল, আসীম সাঈদ, আকিমুল ইসলাম আকমান, ডি.এম. মতিয়ার রহমান, মিঠুন মাহমুদ, মহিবুল ইসলাম মুকুল, মামুন-উর-রহমান, জামাল হোসেন খোকন, হুমায়ুন কবির, মাজেদুর রহমান লিটন, তারিকুর রহমান, মুন্সী রায়হান উদ্দীন, মনিরুজ্জামান রিপন, বশির আহমেদ, আহমেদ সগীর, আমিনুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম মামুন, জাহিদুর রহমান কাজল, আল-আমিন মোল্লা, এম.আই মতিয়ার, নিলয়, ওমর, খাজির আহাম্মেদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)