ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক বিরোধী অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন আইনশৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বি.এম. তারিক-উজ-জামান।
সভায় বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, লাইসেন্সবিহীন মোটরসাইকেল মানেই জেল-এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি মাদক নিয়ন্ত্রণে পরিবার ও অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে বলেন, সন্তানদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারকেই এগিয়ে আসতে হবে। স্কুল ছুটির আগে বা পরে শিক্ষার্থীরা বিড়ি-সিগারেট খেলে তা বন্ধে পুলিশকে জানাতে হবে। প্রয়োজনে অভিভাবকদের চাপ সৃষ্টি করতে হবে, না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, সরকার কৃষক বাঁচাতে সার আমদানি করে, তামাক চাষের জন্য নয়। তাই প্রশাসন তামাক চাষ নিরুৎসাহিত করার পথে যাচ্ছে। কোথাও মাদকের সন্ধান পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।
অপমৃত্যু প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, আত্মহত্যার পেছনে বাল্যবিয়ে ও এনজিও ঋণের চাপ বড় কারণ হিসেবে কাজ করছে। এ বিষয়ে সামাজিক ক্যাম্পেইন গড়ে তুলে জনগণকে সচেতন করতে হবে। বাল্যবিয়ে প্রতিরোধ শুধু মহিলা বিষয়ক অধিদপ্তরের দায়িত্ব নয়- সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সভায় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও গুজব ছড়ানো ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ফেসবুকে দায়িত্বহীন সাংবাদিকতা কাম্য নয়। ভালো ও যাচাইকৃত তথ্যই মানুষের কাছে পৌঁছানো উচিত। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, কেউ যেন মব সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একটি ভুল বা বিভ্রান্তিকর সংবাদ বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এজন্য প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন।
সভায় সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ জানান, সারাদেশে জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের সংকট চলছে। ২১ ডিসেম্বর থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভ্যাকসিন নেই। এ অবস্থায় কুকুর ও বিড়াল থেকে মানুষকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বিড়ালের ভ্যাকসিন প্রাণিসম্পদ কার্যালয় থেকে পাওয়া যাবে। দেশে ভ্যাকসিনের চাহিদা প্রায় এক লাখ পিস হলেও বেসরকারি পর্যায়ে উৎপাদন হচ্ছে তার অর্ধেকেরও কম।
সভায় আরও উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, এনএসআই যুগ্ম পরিচালক শামসুল হক, ৬-বিজিবির সহকারী পরিচালক রাজ মাহমুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জীবননগর ইউএনও মো. আল-আমীন, দামুড়হুদা ইউএনও উবায়দুল ইসলাম সাহেল, আলমডাঙ্গা ইউএনও পান্না আক্তার, চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আসাদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারোয়ার বাবু (পিপি), বিশিষ্ট রাজনীতিক খন্দকার আব্দুল জব্বার সোনা, এম জেনারেল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (চ.দা.) শাহনাজ খানম, পৌর নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনিসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
