গাংনীতে গাঁজা ও জুয়ার সিমসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2026-01-12 ইং
গাংনীতে গাঁজা ও জুয়ার সিমসহ যুবক আটক ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী থেকে শিশির আহমেদ শাকিলকে গাঁজা, নগদ টাকা ও অনলাইন জুয়ায় ব্যবহৃত একাধিক সিম কার্ডসহ আটক করেছে সেনাবাহিনী। গত শনিবার ভোরে তাকে আটক করা হয়। গতকাল রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশির গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব।


শিশিরের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, নগদ ৫৩ হাজার ১০০ টাকা এবং অনলাইন জুয়ায় ব্যবহৃত ৭টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গাংনী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হান। তিনি বলেন, একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করলে সে চাঁদাবাজি ও গাজা রাখার ঘটনার সত্যতা স্বীকার করে। ফলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


গাংনী থানার ওসি উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, শিশির আহমেদ শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তার কাছ থেকে উদ্ধার হওয়া নগদ অর্থ ও সিম কার্ডের সূত্র ধরে অনলাইন জুয়া সংক্রান্ত বিষয়টি তদন্তাধীন রয়েছে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত সিম কার্ডগুলো দিয়ে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালিত হতো কি না, সে বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)