ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

আপলোড তারিখঃ 2026-01-12 ইং
ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রাম থেকে গ্রেনেড দুইটি উদ্ধার করা হয়। গড়িয়ালা গ্রামের বাবু মিয়া বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত দুইটি হ্যান্ড গ্রেনেড পায় তার নির্মাণ শ্রমিকরা। গ্রেনেড দুটি দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।


বাড়ির মালিক বাবু মিয়া জানান, তার বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পেয়ে স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাতব বস্তু দুটিকে গ্রেনেড বলে শনাক্ত করে।


ঝিনাইদহ সদর থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, ধারণা করা হচ্ছেশ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটিরে নিচে চাপা পড়ে। গ্রেনেড দুটি সদর থানায় নিয়ে আসা হয়েছে। যৌথ বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে গ্রেনেড দুটি পরবর্তীতে নিষ্ক্রিয় করা হবে।


তিনি আরও বলেন, বাড়ি নির্মাণের জন্য মাটি খুড়ার কাজ করছিলেন স্থানীয় বাবু মিয়া নামে এক ব্যক্তি। এ সময় শ্রমিকরা গ্রেনেড দুটি দেখে পুলিশে খবর দেয়। পরে যৌথ বাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড দুটি উদ্ধার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)