অফিস ভাঙচুরের প্রতিবাদে দর্শনা রেলবাজারে উত্তেজনা, ব্যবসায়ীদের সড়ক অবরোধ

আসামি গ্রেপ্তারে সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আপলোড তারিখঃ 2026-01-11 ইং
অফিস ভাঙচুরের প্রতিবাদে দর্শনা রেলবাজারে উত্তেজনা, ব্যবসায়ীদের সড়ক অবরোধ ছবির ক্যাপশন:

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে দোকান বন্ধ রেখে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। সেনাবাহিনীর আশ্বাসে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা রেলবাজারের সব ব্যবসায়ী দোকান বন্ধ করে দর্শনা-মুজিবনগর সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে পরিস্থিতি শান্ত না হওয়ায় পরে সেনাবাহিনীর একটি দল সেখানে এসে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে।


সেনাবাহিনী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে আশ্বাস দিলে বাজার কমিটির নেতারা অবরোধ তুলে নেন। একই সঙ্গে ব্যবসায়ীদের নিজ নিজ দোকান খুলে দেওয়ার আহ্বান জানান। তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আজ রোববার বেলা দুইটার পর আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে আমরা আবারও আন্দোলনে যেতে বাধ্য হব।’ ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার সকাল ৯টার দিকে। দর্শনা-মুজিবনগর সড়কের মনোরঞ্জন মার্কেটের সামনে একটি পরিবহন বাস ঘোরানোর সময় রাস্তা থেকে ভ্যান সরানো নিয়ে রেল বাজারের ব্যবসায়ী সুজনের সঙ্গে বাসের হেলপার আসলামের তর্ক হয়। একপর্যায়ে আসলামকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।


এ ঘটনার মীমাংসার লক্ষ্যে গত শুক্রবার বেলা তিনটার দিকে রেল বাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে মোটর শ্রমিক ও দোকান মালিক সমিতির মধ্যে বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে মোটর শ্রমিকদের একজন বহিরাগত ব্যক্তি উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর চেয়ার তুলে মারামারি ও হট্টগোল শুরু হয়। এতে অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর হয়। পাশাপাশি নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগও ওঠে।


ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হন। পরে দর্শনা থানায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দায়ের করে। এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘রেলবাজার দোকান মালিক সমিতির পক্ষ থেকে দায়ের করা মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)