ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খেজুরতলায় বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গড়াইটুপি ইউনিয়নবাসীর আয়োজনে গতকাল শনিবার বাদ আসর ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহাব্বত আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এবং চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন মিল্টন, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক আহম্মদ আলী, সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন, থানা বিএনপির সহসভাপতি আতিয়ার রহমান, দর্শনা থানা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম যুদ্ধ, থানা বিএনপির দপ্তর সম্পাদক রাজু আহাম্মেদ, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল হক, প্রচার সম্পাদক আদম আলী, কৃষক দলের সভাপতি ওসমান গণি, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার আব্দুল ওয়াহেদ মিয়া, গড়াইটুপি ইউনিয়ন ওলামা দলের সভাপতি সিরাজুল ইসলাম। এছাড়া গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নেতা নাজমুল হাসান বিপ্লবী।
এদিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাঠপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুড়ুলগাছি বাজারেন স্বর্ণ ব্যাবসায়ী ইয়ানবী স্বর্ণকারের আয়োজনে গতকাল শনিবার আছর নামাজের পর কুড়ুলগাছি মাঠপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এলাকার মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন কুড়ুলগাছি মাঠপাড়া জামে মসজিদের ইমাম আলী আহমেদ। দোয়ায় মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিরা মরহুমার আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন।
