দর্শনায় সিঙ্গার বেকো শো-রুমের উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-01-09 ইং
দর্শনায় সিঙ্গার বেকো শো-রুমের উদ্বোধন ছবির ক্যাপশন:

দর্শনায় সিঙ্গার বেকো শো-রুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে দর্শনা কেরুর নতুন মার্কেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শো-রুমটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দর্শনা রেল বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি জুনায়েদ আল আজাদ।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান। বিশেষ অতিথি ছিলেন মহা-ব্যবস্থাপক (প্রশাসন) আল ফারুক ওমর শরিফ গালিব, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর রহমান অনিক, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ফকির মোহাম্মদ, কেরু মার্কেট কমিটির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, কেরু শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট নাট্যকর্মী সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন দর্শনা সিঙ্গার বেকো শো-রুমের স্বত্বাধিকারী লিমন সালাহ উদ্দিন। এসময় তিনি ব্যতিক্রমীভাবে তাঁর পিতা-মাতার হাত দিয়ে ফিতা কেটে শো-রুমটির শুভ উদ্বোধন করেন, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিদের মাধ্যমে দর্শনা থানা এলাকার দীর্ঘদিনের সিঙ্গার পণ্য ব্যবহারকারীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে অতিথিরা শো-রুম পরিদর্শন করেন এবং সিঙ্গার বেকো পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)