খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পৃথক দোয়া মাহফিলে শরীফুজ্জামান

আপসহীন নেত্রী খালেদা জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

আপলোড তারিখঃ 2026-01-08 ইং
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পৃথক দোয়া মাহফিলে শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গার শংকরচন্দ্র, সরোজগঞ্জ ও আলমডাঙ্গার জামজামিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় শংকরচন্দ্রে, বিকেল সাড়ে চারটায় সরোজগঞ্জ ও বিকেল পাঁচটায় জামজামিতে পৃথক আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনটি দোয়া মাহফিলেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান বলেন, ‘তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই- এ কথা বিশ্বাস করতেই কষ্ট হয়। তাঁর মৃত্যুতে শুধু বিএনপি নয়, পুরো দেশ একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে। আজকের এই দোয়া মাহফিলে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানাচ্ছি- আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’


তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার এক অদম্য প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা- প্রতিটি সংগ্রামে তিনি ছিলেন আপসহীন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো জনগণের স্বার্থের সঙ্গে আপস করেননি। ক্ষমতায় থাকাকালে যেমন তিনি দেশের উন্নয়ন ও স্বাধীনতা রক্ষায় কাজ করেছেন, তেমনি ক্ষমতার বাইরে থেকেও জনগণের অধিকার আদায়ে নিরলস সংগ্রাম চালিয়ে গেছেন।’


শরীফুজ্জামান শরীফ বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, তাঁর জীবনের শেষ সময়টি কেটেছে রাজনৈতিক প্রতিহিংসা, অবিচার ও নিপীড়নের মধ্যদিয়ে। তবুও তিনি কখনো প্রতিশোধের রাজনীতিতে যাননি, বরং সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের পথেই দলের নেতা-কর্মীদের এগিয়ে যেতে নির্দেশনা দিয়েছেন। এটাই ছিল তাঁর মহান নেতৃত্বের পরিচয়। আজ আমাদের দায়িত্ব হলো তাঁর আদর্শকে ধারণ করা। দেশনেত্রীর দেখানো পথে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, ভোটাধিকার এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়া। আমরা যেন কোনো বিভেদে না জড়িয়ে, ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে দল ও দেশের স্বার্থে কাজ করি- এটাই আজকের দিনে সবচেয়ে জরুরি।


চুয়াডাঙ্গার শংকরচন্দ্র, সরোজগঞ্জ ও আলমডাঙ্গার জামজামির সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলা বিএনপির এই নেতা আরও বলেন, ‘আপনারা দলমত নির্বিশেষে এই দোয়া মাহফিলে অংশ নিয়ে প্রমাণ করেছেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি ছিলেন দেশের মানুষের নেত্রী। আসুন, আমরা সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং এই অঙ্গীকার করি- গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ থাকব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।’
শংকরচন্দ্র ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে মানিকদিয়া ফুটবল মাঠে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, শংকরচন্দ্র ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রায়হানুল ইসলাম রায়হান, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল হাই, যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস পঁচা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান, সদর উপজেলা যুবদলের সদস্য রাজু আহমেদ, আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রায়হানুল ইসলাম রাকিব প্রমুখ।


এদিকে, সরোজগঞ্জ এলাকাবাসীর আয়োজনে সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের মাঠে দোয়া মাহফিলে মঞ্চে বসে শতাধিক তরুণ মাদ্রাসার শিক্ষার্থী পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সিনিয়র সহসভাপতি এম আর মুকুল, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব ইকরামুল হক, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি হবিবুর রহমান হবি, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খাজা মহিউদ্দিন, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস পঁচা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি আশিক আহমেদ ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান।


চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহাবুবের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন, সোহাগ আহমেদ, আশরাফুল, রাজু আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য রাশেদুল, নাজিম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান।


অপর দিকে, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নে ২ ও ৩ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি লুতফুর রহমান, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, যুগ্ম সম্পাদক আজিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিল্টন আলী, রফিউদ্দিন মেম্বার, আনিস মেম্বার, আরিফ মেম্বার, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)