বিএনপিকে ভোট দিতে আগ্রহী ৭০% ভোটার

আপলোড তারিখঃ 2026-01-06 ইং
বিএনপিকে ভোট দিতে আগ্রহী ৭০% ভোটার ছবির ক্যাপশন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিতে ইচ্ছে প্রকাশ করেছে ৭০ শতাংশ ভোটার। এর বিপরীতে ১৯ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে ভোট দিতে আগ্রহী। নতুন দল এনসিপি পেয়েছে ২.৬ শতাংশ সমর্থন। অন্যদের মধ্যে জাতীয় পার্টির জনসমর্থন ১.৪ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এ হার মাত্র ০.১ শতাংশ। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ভোট দেওয়ার অভিপ্রায় নিয়ে বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডির) এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনের সেমিনার হলে জাতীয় নির্বাচন সামনে রেখে করা এ জরিপ তুলে ধরা হয়। জাতীয় জনমত জরিপটি সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে। জরিপের ফল উপস্থাপন করেন সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. শামীম হায়দার তালুকদার। জরিপের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা তুলনামূলকভাবে বেশি।


জরিপে অংশ নেওয়া নারী ভোটারদের ৭১ শতাংশ বিএনপিকে সমর্থন করছেন, যা দলটির প্রতি নারী ভোটারদের আস্থার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে। জরিপে উত্তরদাতাদের সামনে মূলত চারটি প্রশ্ন রাখা হয়েছিল। কোন দল সরকার গঠন করবে- এমন প্রশ্নের জবাবে বিএনপির পক্ষে বেশি জনমত ছিল। ৭৭ শতাংশ মানুষ মনে করেন, বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে আর জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন ১৭ শতাংশ মানুষ। আর ১ শতাংশের বেশি মানুষ মনে করেন আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে। আগামী নির্বাচনে কে জিতবে জরিপে এমন প্রশ্নের উত্তরে বিএনপি জিতবে বলে মনে করেন ৭৪ শতাংশ মানুষ। ১৮ শতাংশ মানুষ মনে করেন জামায়াতে ইসলামী জিতবে। আর এনসিপি জিতবে বলে মনে করেন ১.৭ শতাংশ মানুষ। ১ শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টিও জিতবে বলে মনে করেন। গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল- জরিপে এমন প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ মানুষ জানান তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭শতাংশ মানুষ জানান তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন। অন্যদিকে জামায়াতে ইসলামীকে ভোট দিতে চেয়েছিলেন


৫ শতাংশের বেশি মানুষ। বরিশাল-খুলনায় জামায়াত এগিয়ে:
আঞ্চলিক বিশ্লেষণেও বিএনপির শক্ত অবস্থান স্পষ্ট। চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দলটির প্রতি সর্বোচ্চ ৭৪ শতাংশ ভোটারের সমর্থন পাওয়া গেছে। তবে বরিশাল ও খুলনায় জামায়াতে ইসলামীর শক্তিশালী অবস্থান লক্ষ করা গেছে। বরিশালে দলটির সমর্থন ২৯ এবং খুলনায় ২৫ শতাংশ। অন্যদিকে উত্তরবঙ্গের রংপুর অঞ্চলে জাতীয় পার্টি তুলনামূলকভাবে বেশি সমর্থন পেয়েছে, যেখানে দলটির পক্ষে মত দিয়েছেন ৫.২ শতাংশ ভোটার। জরিপ অনুযায়ী, ৭৭শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন, আগামী নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে। একইসঙ্গে ৭৪ শতাংশ ভোটার মনে করেন, তাদের নিজ নিজ আসনে বিএনপি প্রার্থী জয়লাভ করবেন।


আ.লীগের ২৫ শতাংশ ভোটার জামায়াতকে ভোট দেবে:
জরিপে আওয়ামী লীগের সাবেক ভোটারদের বর্তমান রাজনৈতিক আগ্রহ সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, পূর্বে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ এখন পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন। এদের মধ্যে ৬০ শতাংশ আসন্ন ২০২৬ সালের নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। একইসঙ্গে আওয়ামী লীগের সাবেক ভোটারদের ২৫ শতাংশ জামায়াতে ইসলামীকে সমর্থন দেওয়ার কথা জানান এবং বাকি ১৫ শতাংশ অন্যান্য রাজনৈতিক দলকে সমর্থন করার ইচ্ছা প্রকাশ করেছেন। এর আগে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেডের করা এক জরিপে দেখা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এগিয়ে রেখেছেন দেশের মানুষ।


জরিপে অংশগ্রহণকারীদের কাছে দেশের আগামী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে সাড়ে ৪৭ শতাংশ উত্তরদাতা তারেক রহমানের নাম বলেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ২৫.৪ শতাংশ মানুষ। জরিপের আরেকটি প্রশ্নে-কোন নেতা প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে জানতে চাওয়া হয়। উত্তরে প্রায় ৩৭ শতাংশ মানুষ তারেক রহমানকে বেছে নেন। ডা. শফিকুর রহমানের পক্ষে মত দেন প্রায় ৩২ শতাংশ। গত ২১ থেকে ২৮ অক্টোবর দেশের পাঁচ নগর ও পাঁচ গ্রাম বা আধাশহরাঞ্চলে এ জরিপ পরিচালিত হয়। ১৮ থেকে ৫৫ বছর বয়সি ১ হাজার ৩৪২ জনের মতামত নেওয়া হয়। জরিপকারী প্রতিষ্ঠান বলছে, ফলাফলের নির্ভরযোগ্যতার মাত্রা ৯৯ শতাংশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)