ঢাকা ওমেন্স লিগে চুয়াডাঙ্গার চার ফুটবলার

আপলোড তারিখঃ 2025-12-26 ইং
ঢাকা ওমেন্স লিগে চুয়াডাঙ্গার চার ফুটবলার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার মহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির চারজন কৃতী প্রমিলা ফুটবলার ঢাকা ওমেন্স ফুটবল লিগে অংশগ্রহণকারী সিরাজ স্মৃতি সংসদ ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার চারজন প্রমিলা ফুটবলার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঢাকা ওমেন্স ফুটবল লিগে অংশগ্রহণের মাধ্যমে তারা জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। চুক্তিবদ্ধ হওয়া খেলোয়াড়রা হলেন- মোছা. জান্নাতুল ফেরদাউস মুক্তা, মোছা. রোমানা জান্নাত, মোছা. শোভা আক্তার বিথি ও মোছা. সানজিদা ইসলাম রিভা। তাদের এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সালাহউদ্দিন বিশ্বাস মিলন এবং একাডেমির ম্যানেজার রানী বিশ্বাস। তারা বলেন, চুয়াডাঙ্গার মেয়েরা দেশের ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করছে। ভবিষ্যতেও একাডেমি থেকে আরও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)