চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

আপলোড তারিখঃ 2025-12-22 ইং
চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় জেলা ও উপজেলা বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট শরীফুজ্জামান শরীফের পক্ষে চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমানের কাছ থেকে এ মনোনয়নপত্র উত্তোলন করেন।


মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ.স.ম আব্দুর রউফসহ দলীয় নেতারা।


মনোনয়নপত্র উত্তোলন শেষে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করমি মুকুট বলেন, ‘আমি প্রধান নির্বাচনী এজেন্ট শরীফুজ্জামান শরীফের পক্ষে আজ ৭৯, চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের মনোনয়নপত্র উত্তোলন করলাম। তফসিল ঘোষণার পর আমরা আমাদের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)