ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য প্রার্থী মো. রুহুল আমিন দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপিনাথপুর ও রামনগর এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জুড়ানপুর ইউনিয়ন জামায়াতের আমির শামীমুল হক ঝণ্টুর সভাপতিত্বে তিনি এই পথসভা করেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী মো. রুহুল আমিন বলেন, ‘আমরা ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি করি। কাউকে জুলুম করি না, কারো জমি বা সম্পত্তি দখল করি না। আমাদের রাজনীতিতে টাকা নয়, ত্যাগই মূল শক্তি। পোস্টার, জনসভা কিংবা প্রচারণা- সবকিছুই আমাদের কর্মীরা নিজেরা করছে। তাই আমরাই পারবো মানুষের পাশে দাঁড়াতে।’
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. সাগর আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির মো. নায়েব আলী, উপজেলা সেক্রেটারি আবেদুদ্দৌলা টিটোন, সহকারী সেক্রেটারি আবুল বাশার, রফিকুল ইসলাম জিয়া, যুব জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আল-ফাহাদ হোসেন সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ। পথসভা পরিচালনা করেন হাফেজ রাশেদুল ইসলাম। পথসভা শেষে রুহুল আমিন গুপিনাথপুর কলাবাড়ি গুচ্ছগ্রামে গণসংযোগ করেন।
