৫ লাখ টাকা নিয়ে পালাতে গিয়ে আটক ২

মেহেরপুরে সোনালী ব্যাংকে অভিনব কায়দায় ছিনতাই

আপলোড তারিখঃ 2025-11-05 ইং
৫ লাখ টাকা নিয়ে পালাতে গিয়ে আটক ২ ছবির ক্যাপশন: মেহেরপুর সোনালী ব্যাংক

মেহেরপুরে সোনালী ব্যাংকের প্রধান শাখায় অভিনব কায়দায় এক ছিনতাই এর ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে। জানা গেছে, পিরোজপুরের সুমিত্রা সাহ পরিবারের গচ্ছিত ও গরু বিক্রির পাঁচ লক্ষাধিক টাকা সোনালী ব্যাংক মেহেরপুর শাখায় নিয়ে এসে সঞ্চয় অ্যাকাউন্ট খোলার জন্য জমা বই লিখছিলেন। এমতাবস্থায় তার পাশের একজন অপরিচিত লোকের অঙ্গভঙ্গি অস্বাভাবিক হলে তিনি কিছুটা সংযত হওয়ার চেষ্টা করেন। এসময় তারা টাকা নিয়ে দৌড় দিয়ে অটো নিয়ে পালিয়ে যান। এসময় পিছন থেকে চোর চোর বলে চিৎকার দেয় সুমিত্রা।‎ ‎পরে মহিলা কলেজ মোড়ে যেয়ে এক মোটরসাইকেল আরোহীসহ স্থানীয় লোকজন অটোচালককে ধরতে সক্ষম হয়। ‎পরে সোনালী ব্যাংকের সিকিউরিটি পুলিশের সহযোগিতায় তাদের আটক করে সোনালী ব্যাংকে বসিয়ে মেহেরপুর সদর থানায় ফোন দেওয়া হয়। ছিনতাইকারী মোহা. আলমগীর হোসেন ঝণ্টু কুষ্টিয়ার সৌরভ শেখের ছেলে আর অটোচালক মোহা. জিয়াউর রহমান মো. আবু হানিফের ছেলে। তিনি মেহেরপুর স্টেডিয়ামপাড়ায় থাকেন। শেষ খবর পা পর্যন্ত মামলা প্রক্রিয়া ছিল। 
এ ঘটনায় ব্যাংকের গ্রাহকেরা হতভম্ব হয়ে পড়েছিল। কয়েকজন বলেন, ব্যাংকের মধ্যেও নিরাপত্তা নেই। তারা নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)