মেহেরপুরে অনলাইন জুয়াড়ি দিপুসহ তিনজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-11-05 ইং
মেহেরপুরে অনলাইন জুয়াড়ি দিপুসহ তিনজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

মেহেরপুরের অনলাইন জুয়াড়ি মো. দেলোয়ার হোসেন দিপু, সুমনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেরপুরের মুজিবনগর উপজেলার টঙ্গী উপরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন দিপু (৪০), সদর উপজেলার পিরোজপুর গ্রামের রেজাউল খন্দকারের ছেলে মো. সুমন আলী (৩৮) ও গোপালপুর মাছপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সাকিবুল ইসলাম (২৩)।


‎    জানা গেছে, গত সোমবার বিকেলের দিকে মুজিবনগর উপজেলার মেহেরপুর-আটকবরগামী পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত হতে পাঁচটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড, দুটি পেনড্রাইভ ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।


‎    গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গ্রামের সহজ-সরল বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের অধিক লাভের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করার কথা স্বীকার করেছে। তারা নিজেরাও দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলার প্লাটফর্ম পরিচালনা করে আসছে এবং জুয়া খেলায় আসক্ত। মো. দেলোয়ার হোসেন দিপুর বিরুদ্ধে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানায় একাধিক মামলা এবং মো. সুমন আলীর বিরুদ্ধে মুজিবনগর থানায় একটি মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে মেহেরপুর জেলার মুজিবনগর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)