গাংনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

আপলোড তারিখঃ 2025-11-04 ইং
গাংনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। সংঘর্ষের সময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল ও আসবাবপত্র। মঙ্গলবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাংনী পৌর এলাকার দলীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।  মেহেরপুর-২ (গাংনী) আসনের দলীয় মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন ও মনোনয়ন না পাওয়া জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষ বাধে।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটি আমজাদ হোসেনকে মেহেরপুর-২ (গাংনী) আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। এর প্রতিবাদে মনোনয়ন বঞ্চিত জেলা সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা বিক্ষোভ মিছিল শুরু করেন। পরদিন সকালে তারা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এসময় আমজাদ হোসেনের সমর্থকরা মিছিল নিয়ে সেখানে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

পরে আমজাদ হোসেনের কার্যালয়ে হামলা চালানো হয় এবং ভাঙচুর করা হয় মোটরসাইকেলসহ বিভিন্ন আসবাবপত্র।
সংঘর্ষে আমজাদ হোসেন সমর্থিত ১৫ জন এবং জাভেদ মাসুদ মিল্টন সমর্থিত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর টহলও জোরদার করা হয়েছে।

মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বলেন, 'জাভেদ মাসুদের লোকজন আমার ওপর হামলা করতে গিয়েছিল, ভাগ্য ভালো আমি অল্পের জন্য রক্ষা পেয়েছি।'

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, 'এখন পরিস্থিতি শান্ত আছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)