ছবির ক্যাপশন:
জীবননগর সীমান্তে বিজিবির পৃথক দুই অভিযানে আসামিবিহীন ভারতীয় গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার ৫৮ বিজিবির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। জানা গেছে, গতকাল রোববার ভোর ৬টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/৭-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর স্কুলপাড়া পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার আব্দুল জলিল মোল্লা।
অপর দিকে, রাত ১২টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ৬৭ হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের সিরাজুল মিয়ার আমবাগানের মধ্যে অভিযান চালায়। নায়েব সুবেদার মো. আ. সালামের নেতৃত্বে টহল দল ৫৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
