চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ডে মহল্লা কমিটি গঠন ও আলোচনা সভায় শরীফুজ্জামান

প্রতিটি মহল্লা, প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে ঐক্যবদ্ধ করতে হবে

আপলোড তারিখঃ 2025-11-03 ইং
চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ডে মহল্লা কমিটি গঠন ও আলোচনা সভায় শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাচনী মহল্লা কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাতে বুজরুক গড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এদিন দক্ষিণ হাসপাতাল পাড়া, শান্তিপাড়া, বনানীপাড়া ও বুদ্ধিমানপাড়ায় নির্বাচনী মহল্লা কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি শাকের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের মানুষ আজ ন্যায়বিচার, গণতন্ত্র ও ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোট ছাড়া গঠিত কোনো সরকারই জনগণের প্রতিনিধি হতে পারে না। বিএনপি বিশ্বাস করে, এই দেশকে বাঁচাতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই আমরা মাঠে নেমেছি, এবং এই আন্দোলন কোনো দলের নয়- এটি জনগণের আন্দোলন।’


তিনি আরও বলেন, ‘বর্তমান সময়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মহল্লা, প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে ঐক্যবদ্ধ করতে হবে। কাউকে নিরুৎসাহিত না করে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। তৃণমূল নেতা-কর্মীরাই দলের প্রাণ- তাদের ত্যাগ, পরিশ্রম ও সংগঠনের প্রতি দায়বদ্ধতাই আমাদের আসল শক্তি।’


শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা বিএনপি ইতিমধ্যে ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে নির্বাচনী কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হবে, যারা জনগণের পাশে দাঁড়াবে এবং দলের নীতি-আদর্শ তুলে ধরবে। আগামী নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। সেই নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে এখন থেকেই সবাইকে প্রস্তুতি নিতে হবে।’


তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু ক্ষমতায় ফেরা নয়, বরং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে কেউ অন্যায়ের শিকার হবে না, মানুষ মত প্রকাশে স্বাধীন হবে, আর রাষ্ট্রের সব প্রতিষ্ঠান জনগণের স্বার্থে কাজ করবে।’
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সহসভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলনা আনোয়ার হোসেন। ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সঞ্চালন আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।


আলোচনা সভা শেষে পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের বনানী পাড়া ও বুদ্ধিমানপাড়ায় মহল্লা কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি আব্দুল্লাহ, সিনিয়র সহসভাপতি মো. কলম আলী, সহসভাপতি আনোয়ার হোসেন হানু, সহসভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন জোয়ার্দার, যুগ্ম সম্পাদক শহিদুল হক, যুগ্ম সম্পাদক আব্দুল সামাদ, সাংগঠনিক সম্পাদক খোকন আলী জোয়ার্দ্দারসহ ৫১ জন সদস্য।


এবং দক্ষিণ হাসপাতাল পাড়া ও শান্তিপাড়ায় নির্বাচনী মহল্লা কমিটিতে সভাপতি হয়েছেন- আব্দুল রাজ্জাক, সিনিয়র সহসভাপতি মইদুল হক, সহসভাপতি সামসুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক ছানুয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মাস্টারসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)