ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে মো. সলোক হোসেন (মান্না) নামে এক যুবক তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার দুপুরে আলমডাঙ্গা বাজারে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। নিখোঁজ সলোক হোসেন (২২) পাইকপাড়া গ্রামের মো. আলম হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা তিনটার দিকে তিনি বাড়ি থেকে স্থানীয় ঘোলদাড়ি বাজারের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সলোক হোসেন স্বভাবগতভাবে কম কথাবার্তা বলেন এবং খুবই শান্ত প্রকৃতির ছিলেন। নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এখনো থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে পরিবার জানিয়েছে।
সলোকের বাবা মো. আলম হোসেন বলেন, ‘আমার ছেলেটা কোনো দিন কারও সঙ্গে ঝামেলা করেনি। তিন দিন হয়ে গেল, কোনো খবর পাচ্ছি না। আমরা খুব চিন্তায় আছি।’ তার পিতা বলেন, নিখোঁজ সলোক হোসেনের সন্ধান পেলে ০১৯৩৮৯৪০২৩৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিচ্ছি। তাঁরা সলোককে খুঁজে পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
সলোকের মামা শান্তি মিয়া বলেন আমার ভাগ্নে সলোক কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।তার সাথে কথা হলে তিনি বলেন আমরা নিজেদের আত্মীয় স্বজন সহ বিভিন্ন এলাকায় খোঁজ নিচ্ছি। আজ থানায় জিডি করবে বলে জানান শান্তি মিয়া।
