নেশার টাকা না পেয়ে ঘরের টিন ও ইট বেঁচে দিলেন নেশাগ্রস্ত ছেলে

আপলোড তারিখঃ 2025-11-03 ইং
নেশার টাকা না পেয়ে ঘরের টিন ও ইট বেঁচে দিলেন নেশাগ্রস্ত ছেলে ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার বড়দুধপাতিলা পূর্বপাড়ায় বাবার কাছে নেশার ৫ হাজার টাকা না পেয়ে ঘরের টিন ও ইট বেঁচে দিয়েছে ছেলে সুমন। গত শনিবার এই ঘটনা ঘটে। জানা গেছে, দামুড়হুদা উপজেলার বড়দুধপাতিলা পূর্বপাড়ার ভ্যানচালক ইউনুসের কাছে নেশাগ্রস্ত ছেলে সুমন (৩৫) ৫ হাজার টাকা চান। বৃদ্ধা বাবা টাকা দিতে না চাইলে বাবা ও মায়ের হত্যার হুমকি দেয়। এতে ভয়ে মা আগেই বাড়ি থেকে পাশে এক বাড়ি অবস্থান নেয়। আর বাবা ইউনুস ভ্যান নিয়ে চলে যান দামুড়হুদা। পরে সুমন শোয়ার ঘরের টিন ও ঘরের ইট বিক্রি করে দেয়। এতেও ক্ষান্ত হয়নি। পরে রান্নার চুলাও ভেঙে ফেলেনে।


ভ্যানচালক ইউনুস বলেন, ‘বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কোনো উপায়ান্তর না পেয়ে দামুড়হুদা মডেল থানায় পুলিশের কাছে বিষয়টি জানালে পুলিশ বলে, আপনি চুয়াডাঙ্গা কোর্টে চলে যান। ওখানে মামলা করেন। এখানে এ মামলা হবে না। পরে কোনো দিক না তাকিয়ে বাসায় চলে আসি। এসে সাংবাদিকদের নিকট ফোন দিই।’


তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা আমাদের সন্তানের মতো, একটা কিছু ব্যবস্থা করো। তা না হলে আমরা যেকোনো মুহূর্তে খুন হয়ে যেতে পারি। ’এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে স্থানীয় সচেতন নাগরিকেরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)