চুয়াডাঙ্গা পৌর এলাকায় গণসংযোগে অ্যাড. রাসেল

দাঁড়িপাল্লায় ভোট দিলে জিতে যাবে জনগণ

আপলোড তারিখঃ 2025-11-03 ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকায় গণসংযোগে অ্যাড. রাসেল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে মানবতার কল্যাণে আত্মনিয়োগ  করব। জামায়াত মানুষের পাশে থাকতে চাই। জামায়াতে ইসলামী নেতারা দলকানা জনপ্রতিনিধি হতে চায় না। আমরা জনপ্রতিনিধিদেরকে জনগণের নিকট জবাবদিহিতার কালচার প্রতিষ্ঠা করতে চাই। জামায়াতে ইসলামী করতে কলিজা লাগে। মুরগির কলিজা নিয়ে জামায়াতে ইসলামী করা যায় না। আওয়ামী ফ্যাসিবাদের হাজারো আঘাতেও জামায়াতে ইসলামীর কর্মীরা রাজপথে দাঁড়িয়ে আছে। জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি, দিয়েও থামানো যায়নি এ দলের জানবাজ কর্মীদের। জুলুম, নির্যাতন সহ্য করেই জামায়াত আজ এই অবস্থানে এসেছে।’


গতকাল রোববার বিকেল পৌনে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর ৫ নম্বর ওয়ার্ডের কানাপুকুর পাড়া, পৌর কলেজ পাড়া ও ছাগল ফার্ম পাড়া এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল গণসংযোগকালে এসব কথা বলেন।


তিনি আরও বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জিতে যাবে জনগণ।  দীর্ঘ সময় ধরে এদেশের মানুষের কল্যাণে আধিপত্যবাদী ও স্বৈরাচারীদের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগ্রাম করে আসছে। এমন এক সমাজ গড়তে চাই যেখানে সবাই শান্তিতে বসবাস করতে পারবে, কোনো বৈষম্য থাকবে না।‎‎


‎    এসময় উপস্থিত ছিলেন ‎বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাড. হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আসিক শফি ও আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, অফিস সম্পাদক আবু যায়েদ আনসারী, পৌর উলামা ও মসজিদ মিশন সভাপতি হাফেজ মাওলানা আঃ শুকুর মালিক, পৌর যুব বিভাগের সভাপতি শাহ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সেক্রেটারি আসাদুজ্জামান, অফিস সম্পাদক  সেলিম উল্লাহ মাসুমসহ পৌর নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)