ছবির ক্যাপশন:
সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫-এ ভূষিত হয়েছেন দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আ. ওয়াহেদ মিয়া। গত ৩১ অক্টোবর বিকেলে ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। শেরে বাংলা এ.কে. ফজলুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অর্জনের অনুভূতি জানাতে গিয়ে অ্যাডভোকেট ওয়াহেদ মিয়া বলেন, ‘এই সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করেছে সমাজের কল্যাণে কাজ করতে।’ অনুষ্ঠানের আয়োজকরা জানান, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ প্রতি বছর সমাজের বিভিন্ন খাতে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে প্রদান করা হয়।
