রেডক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের নির্বাচনে মনোনয়ন বিক্রয় শেষ

৭ পদে মনোনয়নপত্র কিনলেন ২১ প্রার্থী

আপলোড তারিখঃ 2025-11-03 ইং
রেডক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের নির্বাচনে মনোনয়ন বিক্রয় শেষ ছবির ক্যাপশন:

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মনোনয়নপত্র বিক্রয় সম্পন্ন হয়েছে। গতকাল রোববার মনোনয়নপত্র বিক্রয়ের শেষ দিনে ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন, সেক্রেটারি পদে ৩ জন এবং সদস্য পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন।


নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, গতকাল বেলা দুইটায় মনোনয়নপত্র বিক্রয়ের শেষ সময়ে ভাইস-চেয়ারম্যানের একটি পদের বিপরীতে অ্যাডভোকেট সোহরাব হোসেন, রফিকুল ইসলাম পঁচা ও সিরাজুল ইসলাম মনি, সেক্রেটারির একটি পদের বিপরীতে হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, রফিকুল ইসলাম পঁচা ও হামিদুর রহমান এবং ৫টি সদস্য পদে অ্যাড. শাজাহান মুকুল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সুমন পারভেজ, রিণ্টু মহলদার, সেলিমুল হাবিব সেলিম, মফিজুর রহমান জোয়ার্দ্দার, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, আমিনুল ইসলাম মুকুল, মফিজুর রহমান মনা, ডা. শিমুল, আবুল কালাম আজাদ (উথলী) এবং এবিএম মোকসেদুল আজীজ সোহাগসহ ১৫ প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।


নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, বুধবার বিকেল ৪টায় মনোনয়নপত্র বাছাই, বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রার্থী তালিকার আপত্তি গ্রহণ, একই দিন বিকেল ৪টায় প্রার্থী তালিকার আপত্তি নিষ্পত্তি, ৯ নভেম্বর রোববার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৫ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ এবং ফলাফল প্রকাশ।
নির্বাচনে ১ হাজার ৪৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এবং পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু ও অ্যাডভোকেট এম. মনোয়ার হোসেন সুরুজ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)