মহেশপুরে বিএনপির মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2025-11-01 ইং
মহেশপুরে বিএনপির মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

ঝিনাইদহ-৩ সংসদীয় আসনের (কোটচাঁদপুর-মহেশপুর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় মহেশপুরের খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনিসহ মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ‘বিএনপির বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণকে সাথে নিয়ে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। আগামী সংসদ নির্বাচনে বিএনপির সকল মনোনয়ন প্রত্যাশীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)