চুয়াডাঙ্গায় সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯২তম পর্ব অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-11-01 ইং
চুয়াডাঙ্গায় সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯২তম পর্ব অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯২তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন মো. সুমন মালিক, হারুন অর রশিদ, জি এম জোয়ার্দার, মো. আব্বাস উদ্দীন, মর্জিনা খাতুন, গুরু কাজল মল্লিক, চিত্তরঞ্জন সাহা চিতু, লতিফা রহমান বনলতা, মোজাম্মেল হক, কাজল মাহমুদ, আবু নাসিফ খলিল, হুমায়ুন কবীর ও মিম্মা সুলতানা মিতা। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, কাজল মাহমুদ, মো: হুমায়ুন কবীর ও আবু নাসিফ খলিল। সভাপতি তার সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৯২তম পর্বের সমাপ্তি ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)