ঝিনাইদহে কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা

আপলোড তারিখঃ 2025-10-31 ইং
ঝিনাইদহে কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা ছবির ক্যাপশন:

ঝিনাইদহে ইসাহাক আলী (৭০) নামে এক কৃষক খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠ থেকে তার হাত পা ও গলায় দড়ি বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইসাহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। গ্রামবাসী রফিকুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে ঠাকুরখাল নামক স্থানে একটি ধান খেতে ইসাহাক আলীর লাশ পড়ে থাকতে দেখেন কৃষকরা। তারা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধারের প্রক্রিয়া চালায়। লাশটি সকাল ১০টা পর্যন্ত ঘটনাস্থলে পড়ে ছিল।


প্রতিবেশী আব্দুল হাকিম জানান, নিহত রুস্তম আলী নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। ১৫ বছর আগে তার স্ত্রী বাদ হলেও তিনি আর বিয়ে করেননি। তিনি হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাদি জানান। ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, পা বেধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘাতকদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে। ঝিনাইদহ থেকে সিআইডি ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে।


এদিকে পুলিশের একটি সূত্র জানায়, জমিজাতি নিয়ে দুই সন্তানের মধ্যে বিরোধ ছিল। এই বিরোধের কারণে হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাছাড়া মাঠের মধ্যে ফাঁকা বাড়িতে পুত্রবধূ নিয়ে তিনি বসবাস করতেন। পরকীয়া বা অন্য কোনো কারণে ইসাহাক আলী খুন হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)