ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদতবার্ষিকী পালিত

আপলোড তারিখঃ 2025-10-28 ইং
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদতবার্ষিকী পালিত ছবির ক্যাপশন:

শোক র‌্যালি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে মহেশপুরের খালিশপুর সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ মাঠে নানা আয়োজন করা হয়। দিবসটি পালনে কলেজ থেকে খালিশপুর বাজার এলাকায় একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীরা। পরে কলেজের মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফি উদ্দীন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুক্তিযোদ্ধারা অংশ নেন। আলোচনা সভায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বীরত্বগঁাঁথা তুলে ধরে বক্তারা বলেন, দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ইতিহাসে অমর হয়ে আছেন। তাঁর জীবনগাঁথা থেকে তরুণ প্রজন্মের দেশপ্রেম ও ত্যাগের শিক্ষা নেওয়া উচিত। পরে বীরশ্রেষ্ঠের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)