ছবির ক্যাপশন:
মেহেরপুরে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় মেহেরপুর জেলা কার্যালায়ে কেক কাটা ও আলোচনা সভা শেষে কোর্ট মোড়ে মিষ্টি বিতরণের মধ্যদিয়ে দলটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে গণঅধিকার পরিষদ মেহেরপুর জেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও মেহেরপুর-২ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. রাইসুল হক।
মেহেরপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম। এছাড়াও গণঅধিকার পরিষদ মেহেরপুর জেলা শাখার সমাজসেবা সম্পাদক মিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক, মেহেরপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি গোলাপ হোসেনসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিথ ছিলেন।
