ক্ষুদে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি

বংকিরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2025-10-24 ইং
ক্ষুদে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি ছবির ক্যাপশন:

গ্রামীণ ঐতিহ্যের ধারাবাহিকতায় ঝিনাইদহের বংকিরা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ক্ষুদে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। গতকাল শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন ঘোষণা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল। এসময় উপস্থিত ছিলেন বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এএসআই আলমগীর হোসেন, শাহিন আলম, সোহেল রানা, লিমন হোসেন, রুবেল রানা, মসিয়ার রহমান, আশানুর রহমান ও হামিদুর রহমান প্রমুখ। 


উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় বংকিরা ফুটবল একাদশ ২-১ গোলে গোবিন্দপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি ছিল দর্শকপূর্ণ, রোমাঞ্চকর ও ক্রীড়াপ্রেমে ভরপুর। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, চারপাশে দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।


প্রধান অতিথির বক্তব্যে আসিফ কাজল বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের মধ্যে শৃঙ্খলা, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ বিকাশ ঘটায়। গ্রামের তরুণদের মধ্যেই ভবিষ্যতের ফুটবলাররা লুকিয়ে আছে। তারা যদি পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস ধরে রাখে, তবে জাতীয় পর্যায়েও নিজেদের পরিচয় তুলে ধরতে পারবে।


তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। ফুটবলের মতো জনপ্রিয় খেলা গ্রামীণ সমাজে ঐক্যের বন্ধন তৈরি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)