ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী ঘোলদাড়ি ফুটবল মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে তার দলের অঙ্গীকারের কথা তুলে ধরেন।
বক্তব্যের শুরুতেই মো. শরীফুজ্জামান শরীফ বিজয়ী ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের অভিনন্দন জানান। তিনি বলেন, "খেলার মাঠ হচ্ছে ঐক্য ও শৃঙ্খলা শেখার শ্রেষ্ঠ জায়গা। সুস্থ সমাজ গঠনে খেলাধুলা অপরিহার্য। বিএনপি শুধু রাজনীতিতেই মনোযোগী নয়, আমরা আমাদের জাতীয় সংস্কৃতির বিকাশ এবং ক্রীড়া উন্নয়নে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।"
তিনি বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা থেকে উদ্ধৃত করে বলেন, "আমাদের ৩১ দফার ২৫ নম্বর দফায় সুস্পষ্টভাবে বলা হয়েছে: ‘ক্রীড়া উন্নয়ন ও জাতীয় সংস্কৃতির বিকাশে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হইবে। অনৈতিক আকাশ সংস্কৃতি ও সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা হইবে।’ এর অর্থ হলো, বিএনপি ক্ষমতায় গেলে দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে, যাতে চুয়াডাঙ্গার যুবকেরা জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে।"
বিএনপি নেতা মো. শরীফুজ্জামান শরীফ আরও বলেন, "বিএনপি বিশ্বাস করে, মানুষের সুখে-দুঃখে পাশে থাকাটাই প্রকৃত রাজনীতি। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমরা আপনাদের পাশে আছি। ধানের শীষ শুধু গণতন্ত্রের প্রতীক নয়, এটি যুব সমাজের আশা-আকাক্সক্ষারও প্রতীক। তারেক রহমানের নেতৃত্বে সাম্য ও মানবিকতার বাংলাদেশ গড়তে খেলাধুলা হবে আমাদের অন্যতম হাতিয়ার।"
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইলহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আইলহাঁস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শাহিন আলম, আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আলম বাবু।
অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য আওয়াউজ্জামান রাসেলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ বুদ্দিন, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী।
ফাইনাল খেলায় অংশ নেন ভোলার দারী ফুটবল একাডেমি বনাম বাড়াদী ইউনিয়ন ফুটবল দল। ২-০ গোলে চ্যাম্পিয়ান হওয়া গৌরব অর্জন করে ভোলারদারী ফুটবল একাডেমি।
